Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চালকদের মোবাইল ফোনে কথা বলা, বাড়ছে মৃত্যু ঝুঁকি
    জাতীয় স্লাইডার

    চালকদের মোবাইল ফোনে কথা বলা, বাড়ছে মৃত্যু ঝুঁকি

    জুমবাংলা নিউজ ডেস্কOctober 10, 2019Updated:October 10, 20193 Mins Read
    Advertisement

    শেখ দিদারুল আলম, ইউএনবি: সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণগুলোর সঙ্গে যোগ হয়েছে চালকদের মোবাইল ফোনে কথা বলার প্রবণতা। ফোনে কথা বলতে বলতে যানবাহন চালানোর সময় তারা অন্যমনস্ক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এর ফলে মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে।

    মোবাইল
    ফাইল ছবি

    মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারা হতে প্রায় দেখা যায়। এমন কি বিপদজনকভাবে রেল লাইনের ওপর দিয়ে একইভাবে কথা বলতে দেখা যায় অনেককেই। এছাড়া অনেক সময় দেখা যায়, চালকরা ডান হাতে স্টিয়ারিং ধরে বাম হাতে মোবাইল ফোনে কথা বলছেন। আর এভাবেই মুহূর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা।

    ‘নিরপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন খুলনা জেলার সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব জানান, আজকাল যত সড়ক দুর্ঘটনা ঘটছে, এর একটি বড় অংশের কারণ চালকদের মোবাইল ফোন ব্যবহার। যানবাহন চালানোর সময় মোবাইল ও এয়ারফোন (কানে লাগিয়ে গান শোনার ব্যবস্থা) ব্যবহার মোটরযান আইনে নিষিদ্ধ। এটি অমান্য করলে দণ্ডের বিধান আছে। কিন্তু এরপরও অনেক চালক যান চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করছেন। এ কারণে দুর্ঘটনাও ঘটছে, প্রাণহানি বাড়ছে। তবু এ বিষয়টি নিয়ে উচ্চবাচ্য নেই।

    তিনি বলেন, বড় কোনো দুর্ঘটনা ঘটলে কিছুদিন তোড়জোর চলতে থাকে। অভিযান চলে রাস্তায় রাস্তায়। তবে এক সময় থেমে যায় নিয়মের বিধিনিষেধ। চালকরা ফিরে যায় পুরোনো সংস্কৃতিতে।

       

    এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান তিনি।

    বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, বিভিন্ন যানবাহনের চালক চলন্ত অবস্থায় মোবাইল ব্যবহার করায় অহরহ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চালকরা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। মোবাইল ফোনে কথা বলায় মনোযোগ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। এ ধরনের ঘটনার ফলে চালক নিজের পরিবারসহ অসংখ্য পরিবারকে ক্ষতির মুখে ফেলছে।

    এর জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

    এ ব্যাপারে খুলনা মহানগরীর ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট তাসমিয়া তিথী জানান, সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণগুলোর সঙ্গে যোগ হয়েছে চালকদের মোবাইল ফোনে কথা বলার প্রবণতা। ফোনে কথা বলতে বলতে যানবাহন চালানোর সময় তারা অন্যমনস্ক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ ধরনের দুর্ঘটনা ইদানিং অনেক ঘটছে। অনেক চালক ফোনে কথা বলতে গিয়ে রাস্তার মধ্যে গাড়ির গতি কমিয়ে দিয়ে যানজটও তৈরি করেন। এর জন্য প্রয়োজন নিজের সচেতনতা।

    যানবাহন চালকরাও এই অভিযোগ স্বীকার করছেন। মো. শহিদুল ইসলাম নামে এক বাসচালক জানান, মহাসড়কে দুর্ঘটনার জন্য ছোট গাড়িগুলোই মূলত দায়ী। ছোট ছোট গাড়িগুলো অনেক দ্রুত ছুটে। তরুণ চালকরাই এসব গাড়ি চালান। তারা প্রায়ই মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালান এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটান।

    নগরীর আমতলা মোড় এলাকার শিউলী সুলতানা জানান, উঠতি বয়সী ছেলেরা বেশির ভাগ সময় মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলে থাকে। মোটরসাইকেল কিনে দেয়ার আগে বাবা-মাদের তাদের সন্তানকে এ ব্যাপারে বোঝাতে হবে।

    এদিকে খুলনা মহানগরীর ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সাইফুল হক জানান, যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা আইনগত অপরাধ। এ সংক্রান্ত অপরাধে আমরা ১৪০ এবং ১৪৯ ধারায় মামলা করে থাকি। আইনের মাধ্যমে জরিমানা করে যাচ্ছি। প্রত্যেককেই নিজেকে নিয়ে ভাবতে হবে। ২০০, ৪০০, ৫০০ টাকা জরিমানা করে এটি বন্ধ করা কঠিন। এটির জন্য গণসচেতনতা প্রয়োজন।

    তিনি বলেন, রাস্তা পারাপার হওয়ার সময় এবং যানবাহন চালনার সময় মানুষ যেন মোবাইল ফোনে কথা যাতে না বলে সেজন্য আমরা খুব শিগগিরই গণসচেতনতায় নামবো।

    উল্লেখ্য, ২০০৭ সালে ১২ জুলাই গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার ব্যাপারে মোটরযান আইনের ১১৫ (বি) ধারার সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা নিষিদ্ধ করা হয়। ওই আইনে যানবাহন চলার সময় চালকের এয়ারফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়। এ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সূত্র: ইউএনবি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ভিসা ছাড়াই যেতে পারবে বাংলাদেশিরা

    আরও দুই এশীয় দেশে ভিসা ছাড়াই যেতে পারবে বাংলাদেশিরা

    November 7, 2025
    র‌্যাবের অভিযানে - নকল ওষুধ

    র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, জরিমানা ৪ লাখ টাকা

    November 7, 2025
    IRI

    নির্বাচন নিয়ে আইআরআই’র আট সুপারিশ

    November 6, 2025
    সর্বশেষ খবর
    ভিসা ছাড়াই যেতে পারবে বাংলাদেশিরা

    আরও দুই এশীয় দেশে ভিসা ছাড়াই যেতে পারবে বাংলাদেশিরা

    র‌্যাবের অভিযানে - নকল ওষুধ

    র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, জরিমানা ৪ লাখ টাকা

    IRI

    নির্বাচন নিয়ে আইআরআই’র আট সুপারিশ

    Police

    পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা

    Gas

    ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    গুমের সর্বোচ্চ শাস্তি

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন

    ছুটির তালিকা

    ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

    আসাদুজ্জামান

    অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়: আসাদুজ্জামান

    গ্যাস

    ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    সরকারি কর্মচারীদের বেতন

    সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৭০ থেকে ১০০ শতাংশ!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.