চলতি বছরেই ‘কৃষ ফোর’-এর প্রস্তুতি

কৃষ ফোর

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম ‘কৃষ’। এর প্রথম তিনটি সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার পর চতুর্থ কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কয়েক বছর আগে হৃতিক রোশানের ‘কাবিল’ সিনেমার সাফল্যের পর এর ঘোষণা দেন তারা। সঙ্গে এও জানান, এবারো কৃষ হয়ে আসছেন হৃতিক। কিছুদিন আগে চতুর্থ সিজন নির্মাণের ইঙ্গিত দেন হৃতিকের কাকা রাজেশ রোশান।

কৃষ ফোর

এবার জানা গেলো, ‘কৃষ ফোর’ নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতারা। চলতি বছরে শুরু হতে যাচ্ছে রাকেশ রোশান রচিত ও পরিচালিত এ সিনেমার কাজ। আগামী জুন মাসে শুরু হবে সিনেমাটির প্রস্তুতি, কাস্টিং যাবতীয় বিষয়ের কাজ। প্রোডাকশন টিমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কিছুদিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেন রাজেশ রোশান। এ সময় তিনি বলেন—‘‘কৃষ ফোর’ সিনেমার সংগীতেও নতুনত্ব থাকবে। মিউজিক আর সাউন্ডের ক্ষেত্রে নতুন টেকনিক ব্যবহার করা হবে। হৃতিক মাঝে মধ্যেই গান গায়। নতুন এ সিনেমায় ওর গলায় একটা গান অবশ্যই থাকবে।’’

সিনেমার জন্য লাইনে দাঁড়ালেন পরীমনি

বর্তমানে হৃতিকের হাতে রয়েছে—‘বিক্রম ভেদা’, ‘ফাইটার’ ও ‘পাঠান’ সিনেমার কাজ। ‘ফাইটার’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর এটি মুক্তির কথা রয়েছে। ‘বিক্রম ভেদা’ তামিল সিনেমার রিমেক হচ্ছে।