স্পোর্টস ডেস্ক: চলতি সপ্তাহে বৃহস্পতিবার (২৫ মার্চ) মশাল র্যালি শুরুর মধ্য দিয়ে শেষপর্যন্ত শুভ সূচনা হচ্ছে টোকিও অলিম্পিক গেমসের। অলিম্পিকের এক সভাশেষে বিষয়টি নিশ্চিত করেছেন আসরের আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোতো।
জাপানের উত্তর ফুকুশিমা থেকে শুরু হবে এই মশাল র্যালি। যে র্যালিতে অংশ নিচ্ছে ১০ হাজার রানার। ১২১ দিন পুরো জাপান প্রদক্ষিণ করে টোকিওতে এসে শেষ হবে র্যালিটি।
টোকিও অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোতো বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাতে যাচ্ছি যে অলিম্পিকের মশাল র্যালি শুরু হচ্ছে এই সপ্তাহেই। ফুকুশিমার জে ভিলেজ থেকে এই র্যালি শুরু হবে। আমরা খুবই সাদামাটাভাবে মশাল র্যালির আয়োজন করছি। যেখানে কোন দর্শক থাকবে না। করোনার সংক্রমণ এড়াতে সব রকম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আমরা করছি।
বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা সমালোচনায় জর্জরিত টোকিও অলিম্পিক। ইয়োশিরো মোরির পর হিরোশি সাসাকির নারী বিদ্বেষী মন্তব্য। এরপর পদত্যাগ। তারওপর জাপানের বেশিরভাগ নাগরিকই অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে।
তবে সবকিছু পেছনে ফেলে সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে সফলভাবে টোকিও অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে বদ্ধপরিকর আয়োজক কমিটি।
সেইকো হাশিমোতো বলেন, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সবার একটু বাড়তি আগ্রহ থাকে। আমাদের চেষ্টা থাকবে সফলভাবে পুরো সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে আমরা পুরো বিশ্বের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই।
প্রসঙ্গত, ২৩ জুলাই টোকিও-র অলিম্পিক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে গ্রীষ্মকালীন অলিম্পিকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।