আন্তর্জাতিক ডেস্ক : জেল ভেঙ্গে আসামির পালিয়ে যাওয়ার বহু ঘটনা সচরাচর দেখা ও শোনা যায়। তবে সম্প্রতি ব্রাজিলে চলন্ত পুলিশ ভ্যান থেকে হাতকরা পরা অবস্থায় আসামির পালানোর ঘটনা ঘটেছে।
জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর দেশটির পারাইবার রাজ্যের আলাগোয়া নোভা পৌরসভায় ঘটেছে এমন ঘটনা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলন্ত পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায় হাতকরা পরা এক আসামি। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরালহগ নামে আইডি থেকে ইউটিউবে তা শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ি থেকে ওই হাতকরা পরা আসামি রাস্তায় লাফ দেয় এবং নিমিষেই পালিয়ে যায়। ‘চলন্ত পুলিশের গাড়ি থেকে আসামির পলায়ন’ শিরোনামের ঐ ভিডিও প্রায় ৪০ হাজার বার দেখা হয়েছে।
এই ভিডিও দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন, তারা কী সত্যিই তাকে ভ্যানের পিছনে হাতকড়া পরিয়েছিল? তবে ওই আসামির এমন পলায়নকে এক ব্যবহারকারি প্রশংসা করেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি পুলিশের গাড়ির দরজা খুলতে সক্ষম হয় এবং পালিয়ে যায়। তিনি গাড়ি থেকে লাফ দিলে রাস্তার মাঝে ‘নত অবস্থায়’ পরেন এবং এরপর দ্রুত পালিয়ে যান।
খবর, চলন্ত গাড়ি থেকে ওই আসামি পালালেও পুলিশ তা টের পান নি। থানায় পৌঁছানোর পর পুলিশ দেখেন গাড়িতে ওই আসামি নেই। তথ্যসূত্র: এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।