শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিশমা শর্মা। চলন্ত ট্রেন থেকে ভারসাম্য হারিয়ে লাফ দিতে গিয়ে গুরুতর আহত হন তিনি। মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন এবং বিশ্রামে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, দুর্ঘটনার দিন কারিশমা শাড়ি পরে ট্রেনে উঠছিলেন। এ সময় ট্রেনটি গতি বাড়ালে ভারসাম্য রাখতে না পেরে হঠাৎ লাফ দেন তিনি। লাফানোর ফলে ট্রেন থেকে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কারিশমার দুর্ঘটনার খবরে ভক্ত ও সহকর্মীরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজেই জানালেন, তিনি এখন অনেকটাই সুস্থ।
সেই পোস্টে কারিশমা লিখেন:
“চিকিৎসকরা বলেছেন আঘাত তেমন গুরুতর নয়, তবে এখনও কিছুটা ব্যথা আছে। সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। এই সময়ে যারা আমার পাশে ছিলেন, প্রার্থনা করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন,
“এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু ভাগ্যবান ছিলাম, আমার মা দুর্ঘটনার খবর পেয়েই ফ্লাইট ধরে আমার কাছে চলে আসেন। তিনি প্রতিটি মুহূর্তে আমাকে সাহস জুগিয়েছেন।”
বেটিং অ্যাপ মামলায় ইডি দপ্তরে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী
বর্তমানে কারিশমা শর্মা নিজের বাসায় রয়েছেন এবং পূর্ণ বিশ্রামে আছেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।