
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে একটি চলন্ত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলপাই এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বরিশালের জসিম মিয়া নামে এক ব্যক্তির প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১৭-০১৯৭) হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আশিকুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সম্পূর্ণ পুড়ে যায় গাড়িটি।
আগুন লাগার সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না। চালক দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। গাড়িতে চালক একাই ছিলেন। গাড়িটি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের ধারণা, অতিরিক্ত চালানোর কারণে ইঞ্জিন ওভার হিটের কারণে আগুন লেগেছে। গাড়িটি বরিশালের জসিম মিয়া নামের এক ব্যক্তির বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


