আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত বাইকে বসে এক প্রেমিক-প্রেমিকার রোমাঞ্চ করার দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভারতের গাজিয়াবাদের একটি সড়কে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। খবর এনডিটিভি
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত বাইকে প্রেমিককে সামনে থেকে শক্ত করে জড়িয়ে আছে প্রেমিকা। একটি মাইক্রোবাস থেকে এক ব্যক্তি তাদের এ ঘটনার দৃশ্য ভিডিও করেন।
এই ব্যক্তি ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অনেকে ভাইরাল হওয়ার জন্য জীবনে ঝুঁকি নেয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওই প্রেমিক-প্রেমিকা বাইকে চলার সময় কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম পরিধান করেনি। এমনকি তাদের মাথায় কোনো হেলমেডও ছিল না।
এক টুইট ব্যবহারকারী পুলিশকে উদ্দেশ্য করে লিখেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। গাজিয়াবাদ ডেপুটি কমিশনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন।
তবে তাদের এ কর্মকাণ্ডের কারণে ট্রাফিক পুলিশ তাদের মোটা অঙ্কের জরিমানা করেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, টুইটারে ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।