চলন্ত বাসে জন্ম নেওয়া দুই শিশু পাচ্ছে বিশেষ সুবিধা

চলন্ত বাসে জন্ম নেওয়া দুই শিশু পাচ্ছে বিশেষ সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক : মাঝে মাঝে প্রায়ই শোনা যায় চলন্ত ট্রেনে শিশু জন্ম দেওয়ার খবর কিন্তু চলন্ত বাসে সন্তান প্রসবের নজির খুব বেশি নেই বললেই চলে। তবে ভারতের তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (টিএসআরটিসি) বাসে অল্প দিনের ব্যবধানে জন্ম নিয়েছে দুজন মেয়ে শিশু।

চলন্ত বাসে জন্ম নেওয়া দুই শিশু পাচ্ছে বিশেষ সুবিধা
প্রতীকী ছবি

এই শিশুরা আজীবন বিনা টিকিটে টিএসআরটিসির বাসে চড়ার সুযোগ পাবে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩০ নভেম্বর টিএসআরটিসির একটি চলন্ত বাসে এক মেয়ে শিশুর জন্ম হয়। এর সপ্তাহ খানেক পর ৭ ডিসেম্বর টিএসআরটিসির আরেকটি চলন্ত বাসে এক নারী একটি কন্যা সন্তান প্রসব করেন।

খুদে ব্লগিং সাইট টুইটারে টিএসআরটিসির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভিসি সজ্জন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে ওই দুই নারীর সন্তান প্রসবের পর তাদের টিএসআরটিসির কর্মীদের সহায়তায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এরপর কর্তৃপক্ষ ওই দুই শিশুকে বিনা টিকিটে টিএসআরটিসির বাসে ভ্রমণের প্রস্তাব দেয়।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই দুই অন্তঃসত্ত্বা নারীর টিএসআরটিসির বাসে ভ্রমণের সময় হঠাৎ প্রসব বেদনা ওঠে। এরপর  টিএসআরটিসির কর্মী ও অন্য যাত্রীদের সহায়তায় বাসেই সন্তান প্রসব করেন তারা। এর পর তাদের হাসপাতালে নেওয়া হয়।

পপি পুত্র সন্তানের মা হয়েছেন, গুঞ্জন ছড়িয়ে পড়েছে