চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন দুপুরে

জুমবাংলা ডেস্ক : দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকটি শেষ হয় রাত ৯টা ৫ মিনিটে।

সম্প্রতি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি। এ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক করেছে দলটি।

ট্রাম্পকে কানাডার সাবেক প্রধানমন্ত্রীর কঠোর ‘হুঁশিয়ারি’