আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টুকিতে লাইভ চলাকালে রিপোর্টারকে চুমু খাওয়া ব্যক্তি বিচারের মুখোমুখি হতে চলেছে। যুক্তরাষ্ট্রের কেন্টুকিতে লাইভ চলাকালে রিপোর্টারকে চুমু খাওয়া ব্যক্তি বিচারের মুখোমুখি হতে চলেছে। শুক্রবার কেন্টুকি এক্সপজিশন সেন্টারে অনুষ্ঠিত ‘বোর্বান এন্ড বিয়ন্ড’ মিউজিক ফ্যেন্টিভাল থেকে লাইভ করছিলেন সাংবাদিক সারা রিভেস্ট। আর লাইভ চলাকালেই তাকে চুমু খান ওই ব্যক্তি।
এরিক গুডম্যান নামে ওই ব্যক্তির পরিচয় উদ্ধার করেছে লুইসভিলে মেট্রো পুলিশ। লুইসভিলে মেট্রো পুলিশ বিভাগ জানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অসদচারণ এবং শারিরীকভাবে নিগ্রহ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার টুইটারে রিভেস্ট জানান, গুডম্যান দুঃখ প্রকাশ করে তাকে একটি চিঠি দিয়েছে। ওই দিনই তিনি গুডম্যানের চিঠিটি টিভিতে পড়ে শোনান।
সারা রিভেস্ট কেন্টাকির লুইসভিলি ওয়েব টিভির রিপোর্টার। ‘ইনসাইডডটকম’কে রিভেস্ট বলেন, ওই ঘটনার পর তিনি তার কাজ শেষ করেন। কাজ শেষ তিনি লোকটিকে উদ্দেশ্য করে চিৎকার শুরু করেন।
রিভেস্ট আরও বলেন, যে লাইভ চলাকালে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া সাধারণ বিষয়। তবে কাজটি ঠিক নয়।
Hey mister, here’s your 3 seconds of fame. How about you not touch me? Thanks!! pic.twitter.com/5O44fu4i7y
— Sara Rivest (@SaraRivest) September 20, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।