নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ২০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে ফেলায় বেকায়দায় পড়েছেন নীলফামারীর ডোমার উপজেলার চারটি পরিবারের মানুষ।
এ নিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও উল্টো হয়রানিসহ মামলার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের জলদানপাড়া এলাকার ভুক্তভোগী তহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম বলেন, আমাদের বাড়ি থেকে মূল সড়কে উঠতে প্রায় ৫০০ ফিটের সংযোগ এই সড়কটি ২০ বছর ধরে চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
এরই মধ্যে জমি জমা বিরোধকে কেন্দ্র করে গেল ১৭ জুলাই মকবুল হোসেন ও আফতার উদ্দিনের পরিবার সড়কের মধ্যভাগ দিয়ে আমন ধানের চারা রোপন করে দেন। চলাচলের এই সড়কটি বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন তহিদুল ইসলাম, ইয়াসিন আলী, মফিজার রহমান ও শামসুল ইসলামের পরিবার। এ নিয়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয়া হলে প্রয়াত ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদের সালিশ উপেক্ষা করেন মকবুল হোসেন পরিবার।
ভুক্তভোগী ইয়াসিন আলী জানান, এ ব্যাপারে অভিযোগ দেয়া হলে উল্টো আমাদের হয়রানি করছে মামলা দিয়ে। পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। স্কুলে যেতে পারছে না বাচ্চারা। আমরা সঠিক বিচার চাই।
এ ব্যাপারে রবিউল ইসলাম জানান, যে স্থানে রাস্তা থাকার কথা বলা হচ্ছে সেখান দিয়ে কোন রাস্তা ছিল না। দুই পাশে আমার জমি। এই জমির উপর দিয়ে শফিকুল ইসলামরা রাস্তা চাচ্ছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এটি অনেক দিনের সমস্যা তাদের মধ্যে। সম্পর্কেও তারা নিকটাত্মীয়। বিষয়টি ডিআইজি মহোদয় পর্যন্ত গেছে। কেউ কাউকে ছাড় দিতে চায় না। তারপরও আইনিভাবে বিষয়টি দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।