Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ আবু নছর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু নছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জজকোর্টের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্বেও ছিলেন।
রোববার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর দরগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।