তামিল সিনেমার জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা মাধান বব (৭১) আর নেই। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ারে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
জানা যায়, মাধান ববের আসল নাম ছিল কৃষ্ণমূর্তি। তবে তিনি চলচ্চিত্র দুনিয়ায় মাধান বব নামেই পরিচিত ছিল। তারকমেডি, স্বতন্ত্র ভঙ্গিমা ও প্রাণবন্ত অভিনয়ের জন্য তামিল দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন তামিল সিনেমার অমূল্য সম্পদ। তার মৃত্যুতে তামিল চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রিয় এই শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
মাধান বব অভিনয় করেছেন রাজিনীকান্ত, কমল হাসান, বিজয়, সুরিয়া ও অজিথের মতো সুপারস্টারদের সঙ্গে। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে—ভানামে এল্লাই, দেভর মাগন, পাট্টুকোত্তাই পেরিয়াপ্পা, নাম্মাভার, সাথি লীলাবতী, তেনালি, সুন্দর ট্রাভেলস, এবং পুভে উনাক্কাগা। শুধু তামিল নয়, তিনি অভিনয় করেছেন দুটি মালায়ালম এবং একটি হিন্দি সিনেমাতেও।
আপনি কত দিন বাঁচবেন বলে দেবে ‘ডেড হ্যাং’! এই পরীক্ষায় সামান্থার ফল কী?
জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘আসাথাপোভাথু ইয়ারু’-তে বিচারক হিসেবে তার উপস্থিতি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও বিনোদনমূলক। তার স্পষ্ট মতামত শো-এর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। এছাড়াও তিনি অভিনয় করেছেন একাধিক টিভি ধারাবাহিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।