চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরি বালুচর গ্রামের চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিএনপিতে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার লামচরী বউবাজার প্রাঙ্গণে, যেখানে নেতৃত্ব দেন ডা. পলাশ রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
ডা. পলাশ রায় বলেন,“আমরা চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ড. জালাল উদ্দিন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—শতভাগ ভোট বিএনপিকে দেব এবং প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”
প্রধান অতিথি ড. জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন,“আমরা সবাই শান্তি চাই। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করলে দেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাই। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় সবার অধিকার রক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসব। আমাদের লক্ষ্য একটি সাম্য, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া।”
খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ এম এস বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এবং হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।