জুমবাংলা ডেস্ক : চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে শনিবার রাতে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মৃত আব্দুর রব (৫৩) উপজেলার ৮ নম্বর কাদলা ইউপির কাপিলা পাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে চট্রগ্রাম থেকে বাড়িতে আসেন ওই চিকিৎসক। একসময় তিনি নিজগ্রামে পশু চিকিৎসক হিসেবে কাজ করতেন। পরে এক দুর্ঘটনায় পা হারিয়ে চট্টগ্রামে বসবাস শুরু করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকালে গোসল ও জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। করোনার উপসর্গ থাকায় মৃত ব্যক্তি এবং তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্লাহ্ (অলি) বলেন, ‘ওই ব্যক্তি সম্পর্কে আমরা শুনেছি তবে তার করোনা উপর্সগ ছিল কিনা তা নমুনা পরীক্ষা করলে জানা যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।