জুমবাংলা ডেস্ক: চাঁদপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ওই যুবকের মাথা ও মুখ থেতলে যায়। যার কারণে কেউ তাকে চিনতে পারেননি। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্যাহ বাহার বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পিবিআই চাঁদপুর ইউনিটের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা প্রযুক্তি ব্যবহার করে ওই ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে শনাক্ত করার চেষ্টা করবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।