জুমবাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামীকাল ১০ জানুয়ারি ব্যাপক জনসমাগমের মাধ্যমে এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১০ জানুয়ারি শুক্রবার দুপুর আড়াইটায় জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা প্রশাসন এর বাস্তবায়নে চাঁদপুর স্টেডিয়াম থেকে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বর্ণাঢ্য আনন্দ র্যালী।
বিকেল ৩টায় জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সহযোগিতায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় অনুষ্ঠানমালা সম্প্রচার।
বিকেল ৫টায় একই স্থানে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ক্ষনগণনা উদ্বোধনের সরাসরি সম্প্রচার।
বিকেল ৫টা ১৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সহযোগিতায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন বলে জানান চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।