জুমবাংলা ডেস্ক: কঠোর লকডাউনে চাঁদপুর জেলায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার ১৭১ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শনিবার থেকে বুধবার পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সহায়তা তাদের হাতে তুলেদেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সরকারের ৩৩৩ হটলাইন নাম্বারে ফোন করে এই খাদ্য সহায়তা পেয়েছে অসহায় সিএনজি অটোরিকশা চালক বেদে ও হিজড়া সম্প্রদায়ের পরিবারগুলো।
অঞ্জনা খাঁন মজলিস জানান, করোনা সংক্রমণরোধে সরকারের বিধিনিষেধ মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্যই এই খাদ্য সহায়তা। গত ৫দিন আমরা অসহায় লোকদেরকে খাদ্য সহায়তা দিয়েছি। যতদিন মানুষ কর্মহীন অবস্থায় থাকবেন, ততদিন আমরা প্রধানমন্ত্রীর উপহার নিয়ে কর্মহীনদের পাশে থাকব।
খাদ্য সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।