বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দীন বলেছেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, যেখানে যোগ্য, ত্যাগী ও সংগঠিত নেতারাই মনোনয়ন পাবেন। তিনি স্পষ্ট করে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক কারবারি করে কোনো নেতা এই দলের মনোনয়ন পেতে পারবে না।
এই মন্তব্য তিনি করেছেন শনিবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে।
ড. জালাল উদ্দীন বলেন, “বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখেকো বা মাদক কারবারিদের কোনো স্থান নেই। সন্ত্রাসীরা কোনো দল নয়, তারা সমাজ ও দেশের শত্রু। মতলবের মাটিতে এমন অপকর্ম কোনোভাবেই স্থান পাবে না।”
তিনি দলের ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের মধ্যে বিভক্তি নয়। আসুন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই একত্রিত হয়ে বিএনপিকে শক্তিশালী করি।”
ড. জালাল উদ্দীন আরও বলেন, “আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। যারা আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভায় এসেছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে এই সালাম পৌঁছে দেবেন।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এটি আগের মতো রাতে হবে না। দিনের আলোয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।”
সভায় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামী, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, হাজী আকরাম আলী একাডেমির পরিচালক ড. আব্দুল মান্নান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. হালিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।