Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের প্রভাবে পৃথিবীতে রেকর্ড পরিমাণ বন্যা হতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণা প্রতিবেদনে ন্যাচার ক্লাইমেট চ্যাঞ্জ জার্নালের এমন তথ্য জানানো হয়েছে। খবর ইন্ডিপেন্ডেন্ট ইউকের।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীকে প্রদক্ষিণের সময় কক্ষপথে ‘ওয়াবল’-এর (টলোমলো পথে চলা) কারণে সামনে দেখা যেতে পারে ভয়াবহ বন্যা। ভেসে যেতে পারে বহু উপকূলীয় এলাকা ও শহর।
চাঁদের এই অস্বাভাবিক গতিবিধির কারণে আগামী ১০ বছরের মধ্যে আমেরিকার উপকূলীয় শহর বন্যায় প্লাবিত হতে পারে। এতে বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। বাস্তুচ্যুত হবে সেখানকার অনেক মানুষ। টানা কয়েক মাস পানির নিচে থেকে যাবে ওইসব এলাকা।
নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, আগামী ২০৩০ সালের মাঝামাঝি সময় থেকেই বন্যা সংশ্লিষ্ট দুর্যোগ দুই-তিনগুণ বাড়বে। সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।