বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : উত্ক্ষেপণ পিছিয়ে দেওয়ার পর ভারতের প্রথম চাঁদ অভিযান ‘চন্দ্রযান-২’ এর উত্ক্ষেপণের নতুন সময় ঘোষণা করলো দেশটির মহাকাশ সংস্থা-ইসরো।
আগামী সোমবার বিকাল ২.৪৩-এ চাঁদে পাড়ি দেওয়ার উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-২।
গেল রবিবার ছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ভারত ফাইনালে উঠতে না-পারায় ভারতীয়দের চোখ ছিল শ্রীহরিকোটার রকেট উৎক্ষেপণ কেন্দ্রে। বিজ্ঞানের সঙ্গে বহু দূর পর্যন্ত সম্পর্ক নেই, এমন জনতাও গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। কিন্তু পরে জানানো হয় চন্দ্রযান-২ অভিযান পিছিয়ে যাওয়ার খবর।
শ্রীহরিকোটায় উপস্থিত দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়-সকলেই পাশে দাঁড়িয়েছে ইসরোর। একটা-দুটো সমালোচনা হয়নি, তা নয়। কিন্তু সমর্থনই মিলেছে বেশি। বেশিরভাগের এক কথা, পরে দুঃখিত হওয়ার চেয়ে সাবধানী হওয়া ভালো।
চলতি বছর থেকে শ্রীহরিকোটায় উৎক্ষেপণ দেখার সুযোগ করে দিয়েছে ইসরো। রবিবারও কয়েক হাজার দর্শক হাজির হয়েছিলেন সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।
উত্ক্ষেপণ পিছিয়ে যাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করলেও বেশিরহভাগেরই মত, তাড়াহুড়ো না-করায় ভালোই হয়েছে। এই সিদ্ধান্তের জন্য বিজ্ঞানীরাও প্রশংসা করছেন ইসরোর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।