Advertisement
জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আজিজুল ইসলাম (৩৫) জেলার শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার রইসুদ্দিনের ছেলে।
সরকারি আইনজীবী আঞ্জুমানারা বেগম জানান, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে আজিজুল ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ২০১৭ সালের ২১ মার্চ আজিজুলকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৭ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা আজিজুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।