জুমবাংলা ডেস্ক : ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ট্র্যাজেডির পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সড়ক অবরোধ করেছেন বিডিআর সদস্যরা।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টায় শুরু হওয়া এ অবরোধের একপর্যায়ে ১টা ৫০ মিনিটে তারা ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অবরোধকারীদের কয়েকজন আহত হন।
কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি, আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া ও স্বাধীন তদন্ত কমিশনের একটি ধারা বাতিলের দাবীতে আন্দোলন করছেন তারা।
শিক্ষা ভবন সড়ক অবরোধের আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।