জুমবাংলা ডেস্ক: জনবল নিয়োগ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক । প্রতিষ্ঠানটি এরিয়া ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের অধীন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ সময় ২২ ডিসেম্বর ২০২১। কর্মস্থল হবে পার্বত্য জেলা বান্দরবান।
যদিও পদসংখ্যা নির্ধারিত করে দেয়নি প্রতিষ্ঠানটি।
যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে পারদর্শী হতে হবে।
বেতন ও সুযোগ–সুবিধা আলোচনা সাপেক্ষে। এ ছাড়া উৎসব বোনাস, স্বাস্থ্যবিমাসহ প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel