স্পোর্টস ডেস্ক : আইপিএল শেষ হয়েছে দুই দিন হলো। দীর্ঘ ১০ বছর পর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল চলেছে দুই মাসেরও বেশি সময়। যেখানে ভারতের ১৩টি শহরে অনুষ্ঠিত হয়েছে এবারের আইপিএলের ম্যাচ। ১৩টি শহরের ১৩টি ভেন্যুতে নিরলস পরিশ্রম করে গিয়েছেন ভেন্যুর দায়িত্বে থাকা কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা। সফল আইপিএল শেষে সেসব মাঠ কর্মীদের অবিশ্বাস্য বোনাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল শেষ হয়েছে গত ২৬ মে। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে একাধিক ম্যাচ বৃষ্টির বাগড়ায় পড়েছে, যেখানে মাঠকর্মীদের সহায়তায় ম্যাচও গড়িয়েছে। ব্যবসা সফল আইপিএল শেষে তাই মাঠকর্মীদের মূল্যায়ন করতে ভুলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলের মোট ১৩টি ভেন্যুর প্রতিটি গ্রাউন্ডসম্যান ও কিউরেটরদের বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রতিটি মাঠকর্মীকে ২৫ লাখ রুপি (৩৫ লাখ রুপি) বোনাস দেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।
জয় শাহ তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এক টুইট বার্তায় লেখেন, ‘আমাদের সফল টি-টোয়েন্টি মৌসুমের পেছনের নায়ক মাঠকর্মীরা যারা নিরলস প্রচেষ্টায় দারুণ পিচ তৈরি করেছে এমনকি বিরূপ আবহাওয়ার মাঝেও কাজ করেছে। কাজের স্বীকৃতি হিসেবে, ১০টি নিয়মিত আইপিএল ভেন্যুর প্রতিটি গ্রাউন্ডসম্যান ও কিউরেটররা ২৫ লাখ রুপি এবং ৩টি অতিরিক্ত ভেন্যুর কর্মীরা জনপ্রতি ১০ লাখ রুপি করে পাবে। আপনাদের একাগ্রতা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ।’
জয় শাহর এমন ঘোষণার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশংসায় ভাসাচ্ছেন সমর্থকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।