জব ডেস্ক: প্রকল্পের কাজে দুই ধরনের পদে অস্থায়ীভাবে মোট ৩০৮ জন নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ (১ম সংশোধিত)-এ এসব জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীরা কোনো ফি ছাড়াই অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে শিশু সুরক্ষা সমাজকর্মী পদে (২৮৭ জন)।
এই প্রকল্পের মেয়াদকাল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে অনুর্ধ্ব ৩৫ বছরের মধ্যে (৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে)।
পদের বিবরণ ও যোগ্যতা :
১. পদের নাম : সাইকো সোশ্যাল কাউন্সেলর
পদের সংখ্যা : ২১টি
যোগ্যতা: সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। সাইকো সোশ্যাল কাউন্সেলিং/ শিশু সুরক্ষাবিষয়ক কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,০০০ টাকা
২. পদের নাম : শিশু সুরক্ষা সমাজকর্মী
পদসংখ্যা : ২৮৭টি
যোগ্যতা : সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ সমাজকল্যাণ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
বেতন স্কেল: ২৫,০০০ টাকা
আবেদনের লিংক : http://cspb.teletalk.com.bd
আবেদনের সময়সীমা: ২ অক্টোবর সকাল ১০টা থেকে ২৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।