নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় তাকওয়া পরিবহনের নম্বরবিহীন একটি যাত্রীবাহি গাড়ীর চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছে। শনিবার (০২ জানুয়ারি) দুপুরে বাইমাইল ব্রীজ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের মোহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে বকুল খাতুন (২১) এবং বগুড়ার ধুনট উপজেলার গজিয়া বাড়ি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে করুনা খাতুন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারী শ্রমিক ফ্যাক্টরির ভেতরে চাকরির ইন্টারভিউ শেষে দুপুরের খাবারের জন্য বাইরে হয়। পরে রাস্তা পারাপারের সময গাজীপুর থেকে চন্দ্র আগামী তাকওয়া পরিবহন নম্বরবিহীন দ্রæত গতির একটি যাত্রীবাহি মিনিবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ওই দুই নারী শ্রমিক ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রæত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নিহত বকুলের স্বামী আতিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি থেকে প্রায় দেড় বছর আগে গাজীপুরে আসেন। পরে তারা স্বামী-স্ত্রী দুজনেই নগরীর কোনাবাড়ী এলাকায় গার্মেন্টসে চাকুরী নেন। শনিবার কোনাবাড়ি বাইমাইল ব্রীজ সংলগ্ন ফাইজা ইন্ডাস্ট্রিজে নতুন চাকরীর খোঁজে যান তার স্ত্রী বকুল। ইন্টারভিউতে তার চাকুরী হয়। দুপুরে খাবার খাওয়ার জন্য বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হন। নিহত করুনা খাতুনও তাদের সাথে একই বাড়িতে ভাড়া থাকতেন। তিনিও ইন্টারভিউ দিতে আসেন এবং তারও চাকুরী হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। তারা দুইজনেই বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিক ছিলো। তারা মধ্যাহ্ন বিরতীতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পরেন। ঘাতক গাড়িটি ও চালকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।