Advertisement
জুমবাংলা ডেস্ক : গভীর রাতে চাচির সঙ্গে আপত্তিকর অবস্থায় ভাতিজাকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের হাদিনগর গ্রামে। আটককৃত যুবক একই গ্রামের জাকারিয়ার ছেলে রেজাউল হক (২৫)।
জানা যায়, রেজাউল ও তার চাচি আব্দুল হানিফের স্ত্রী জনৈককে অবৈধ মেলামেশা করার সময় হাতেনাতে আটক করে গ্রামবাসী। তারপর দুইজন গ্রাম পুলিশের পাহাড়ায় তাদের ধরে রাখা হয়।
এলাকাবাসী জানায়, এই ঘটনার ৩ দিন আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল রেজাউল ও তার চাচি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রামবাসীকে নিয়ে তাদের তওবা করিয়ে ছেড়ে দেওয়া হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel