জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টায় বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) ও চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।
পুলিশ জানায়- সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।