যদি গত বছরের সাথে তুলনা করা হয় তাহলে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে। বর্তমান অর্থ বছরের প্রথম সাত মাসের সাথে গত বছরের অর্থ বছরের একই সময়ের তুলনা করা হলে তা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন পাবলিশ করা হয়েছে।
সে প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত হিসাব দেখানো হয়েছে। ১২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর আয় হয় ২৩৫৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের ওই সাত মাসে আয় ছেলের ২১০২ কোটি ৭৯ লাখ ডলার।
বাংলাদেশ নিটওয়্যার রপ্তানি থেকে আয় করে ১ হাজার ২৬৮ কোটি ৭৬ লাখ ডলার। গত বছরের ওই সাত মাসের সাথে তুলনা করলে তা 12 শতাংশ বৃদ্ধি পায়। কেননা ওই সময় এ ক্ষেত্রে আইছিল ১১৩২ কোটি ৫২ লাখ ডলার। তাছাড়া কৃষি পণ্য, চামড়া ও চামড়া জাত পণ্য ও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।
যদি হোম টেক্সটাইল পনের রপ্তানের কথা ধরা হয় তাহলে তা ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাংলাদেশ আয় করে ৪৯ কোটি ৩৮ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৮ শতাংশ। বর্তমান অর্থ বছরের এ সাত মাসের রপ্তানি হয়েছে ৬৬ কোটি ৯০ লাখ টাকার চামড়া জাত পণ্য। তাছাড়া কৃষি পণ্যের রপ্তানির কথা বললে ১০% বৃদ্ধি পেয়েছে। এখানে আয় হচ্ছে ৬৭ কোটি ৩৮ লাখ ডলার।
এ ছাড়া ১ হাজার ৮৬ কোটি ৪৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারিতে এ আয় ছিল ৯৭০ কোটি ২৭ লাখ ডলার।
এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলারে। আর ২০২৪ সালে এ আয় ছিল ৩৪৭ কোটি ১০ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮৫ কোটি ২ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এছাড়া ১৮১ কোটি ৪০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৫২ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫৯৩ কোটি কোটি ৮৯ লাখ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।