জুমবাংলা ডেস্ক:শাহজাহান মিয়া একজন সফল মৌসুমি সবজি চাষি। তিনি সারা বছরই মৌসুমভেদে লাউ-কুমড়া, ডাঁটা, ঝিঙা, শশা, করল্লা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, খিরা, বরবটিসহ বিভিন্নধরনের শাকসবজি চাষ করে থাকেন। এতে প্রতি বছরই ভালো মুনাফা পান তিনি। যে কারণে দ্রুত সময়ের মধ্যেই ঘুরছে তার অর্থনীতির চাকা। শাহজাহান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মুখি চাষ করে চার গুনেরও বেশি মুনাফা পেয়েছেন।
জানা যায়, চলতি বছর তিনি ২০ শতাংশ জমিতে মুখি চাষ করেন। এতে চাষাবাদ খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এখন তিনি জমি থেকে মুখি কচু তুলে বাজারে বিক্রি করছেন। ইতোমধ্যে তার প্রায় ৩০ হাজার টাকার মতো মুখি বিক্রি হয়েছে। ফলন ভাল হওয়ায় ও বাজারে মুখির দাম ভাল থাকায় খুশি তিনি। তাছাড়া জমিতে থাকা মুখি-কচু আরও ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে শাহজাহান মিয়া বলেন, চলতি বছর অন্যান্য সবজির পাশাপাশি ২০ শতাংশ জমিতে মুখিকচু চাষ করে লাভবান হয়েছি। এবার ভালো মুনাফা হয়েছে। চাষাবাদ বিষয়ে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাগণ আমাকে সহযোগিতা করেন। আমি তাদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন শাক সবজি চাষ করে থাকি।
এ ব্যাপারে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান, তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসছেন। যে কারণে ওই উপজেলায় কৃষকদের চাষাবাদের প্রতি আগ্রহ বাড়ছে।
মাত্র একবছরে আয় ২৭ লাখ টাকা, বিদেশের বাজার ধরার স্বপ্ন দেখছে বাগেরহাটের ফল চাষিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।