জুমবাংলা ডেস্ক: আগামীকাল চারদিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁর সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে।
প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ জাতীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে আগামীকাল (সোমবার) রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’
‘এছাড়া, তিনি (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও ধারাবাহিকভাবে পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন,’ যুক্ত করেন তিনি।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি আগামীকাল বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকাল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে, রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।