নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে আগামীকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ৯টা ৩৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ সফরে প্রধানমন্ত্রী দুবাই এয়ার শোতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর দুবাই সফরের সময় তিনটি সমঝোতা স্মারক সই হবে। এগুলো হচ্ছে- দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা ও আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণ।
সমঝোতা স্মারকের অধীনে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এছাড়া আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য জমি কেনা সংক্রান্ত একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।