বিনোদন ডেস্ক: ২০২০ সালের ডিসেম্বরে সৈয়দ আহমেদ শাওকি এবং সালেহ সোবহান অনিমের পরিচালনায় মুক্তি পায় ওয়েব সিরিজ ‘তাকদীর’। আলোড়ন তোলা সিরিজটির দারুণ সাফল্যের পর জনপ্রিয় এ পরিচালক জুটি আবারও আসছেন হইচইয়ের অরিজিনাল সিরিজ ‘কারাগার’ নিয়ে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘কারাগার’ এ চঞ্চল চৌধুরীর চরিত্রের ফার্স্টলুক। প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা।
জানা গেছে, কারাগারে কয়েদী নম্বর ১৪৫ এর চরিত্রের সাথে খাপ খাইয়ে নিতে বেশ অনেকটা ওজন ঝরাতে হয়েছে চঞ্চলকে। এমন বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি কয়েদীদের পোষাক, ছোট করে ছাঁটা চুলে আগে কখনও দেখা যায়নি চঞ্চলকে।
ক্যাাপনে চঞ্চল চৌধুরী লিখেছেন-
জেল খেটেছি চার বার।
মৃত্যুদন্ড হয়েছে দুই বার…
একবার জেল থেকে পালিয়েছি…..
ফাঁসিতে ঝুলেছি এক বার।
জেলখানার সাথে আমার অন্যরকম আত্মীয়তা।
বলছিলাম আমার অভিনয় জীবনে জেলখানার গল্প।
‘মনপুরা’,‘আয়নাবাজি’,’পাপ-পুণ্য’তে আমারই করা চরিত্র সোনাই,শরাফত করিম আয়না,খোরশেদ চেয়ারম্যানের হয়ে জেলে ছিলাম অনেক দিন।
সবশেষ দীর্ঘদিন জেলে কাটালাম হইচই এর নতুন ওয়েব সিরিজ,সৈয়দ আহমেদ শাওকী’র “কারাগার” এর জন্য।
খুব শীঘ্রই আসছে…….
“কারাগার”
“সবার জন্য সব সত্য,আমার জন্য অভিনয়”
‘কারাগার’ নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘কারাগার’ আমার অন্যান্য কাজগুলো থেকে বেশ অনেকটাই আলাদা। এর গল্প বেশ ইন্টারেস্টিং, আর চরিত্রটিও আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্রকে ক্যামেরায় ফুটিয়ে তুলতে হলে সবকিছু নিখুঁত হতে হয়, আমি এ চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেয়াসহ কস্টিউমের জন্যও অভাবনীয় পরিশ্রম করতে হয়েছে। আমরা সবাই যার যার জায়গা থেকে জানতাম যে আমরা কি করতে চাচ্ছি। দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।
‘কারাগার’ এর গল্প আকাশনগর সেন্ট্রাল জেল নিয়ে। যেখানে ৩২৫ জন কয়েদি থাকেন। একদিন কয়েদি গণনার সময় দেখা গেল কারাগারে একজন অতিরিক্ত কয়েদি আছেন। কয়েদি কম হলে নিঃসন্দেহে তা চিন্তার বিষয়, আর আসামি বেশি হলে তা আরও বেশি চিন্তার বিষয়। কে এই কয়েদি? যে সেল গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেলে সে এলোই বা কীভাবে? এ প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ‘কারাগার’ এর মুক্তি পর্যন্ত।
‘কারাগার’ এ চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিন, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
আমি বাচ্চা তৈরির মেশিন নাকি, প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।