জুমবাংলা ডেস্ক : বাইজেন্টাইন আমলের একটি চার্চকে মসজিদে রূপান্তর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। প্রাচীন অর্থোডক্স এই চার্চটি অবস্থিত ইস্তাম্বুলে। একে মসজিদে রূপান্তর করা হয়েছে। সোমবার তা মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এরদোগান।
এরআগে ২০২০ সালে তিনি এই চার্চকে মসজিদে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর নাম দেয়া হয়েছে কারিয়ে মসজিদ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ২০২০ সালে তিনি চার্চটিকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিলে বেশ বিতর্ক হয়। একই ঘটনা ঘটেছিল ইউনেস্কো সুরক্ষিত হাজিয়া সোফিয়া ক্যাথেড্রালকে মসজিদে রূপান্তরের ফলে। প্রথমে ক্যাথেড্রাল থেকে এটাকে মসজিদ করা হয়েছিল।
তারপর জাদুঘর বানানো হয়। আর শেষবার তাকে আবার মসজিদে রূপান্তর করা হয়। এরদোগানের এসব পরিবর্তনকে দেখা হয় তার অধিক রক্ষণশীল এবং জাতীয়তাবাদী সমর্থকদের ধরে রাখার উদ্যোগ হিসেবে। কিন্তু তাতে অর্থোডক্স এবং ক্যাথেলিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনে এক অনুষ্ঠানে কারিয়ে মসজিদ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন এরদোগান।
এ সময় মসজিদের ভেতরের ছবিতে দেখা যায়, একজন মুসল্লি সেখানে তুরস্কের পতাকা দোলাচ্ছেন। এরপর সেখানে মুসল্লিদের সমাবেশ হয়। তারা লাল রঙের কার্পেটের ওপর জোহরের নামাজ আদায় করেন। ছবিতে দেখা যায় দেয়ালে দুটি কার্ভড মোজাইক পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। বাকি সব মোজাইক উন্মুক্ত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।