জুমবাংলা ডেস্ক : কোটা আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলার মেরিট অনুযায়ী চার্জশিট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, হামলার ঘটনায় মামলা হচ্ছে এবং হবে। এ আক্রমণ ছিল আন্দোলনকারীদের সুপরিকল্পিত। মামলা কখন হবে, কোথায় হবে সেটা এখন সুনির্দিষ্টভাবে বলা যাবে না। প্রতি ঘণ্টায় ঘন্টায় মামলা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চার্জশিট পাওয়ার পর মামলার মেরিট অনুযায়ী ব্যবস্থা নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।