আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নির্ভয়ার চার ধর্ষককে ফাঁসি দেয়ার জন্য সম্ভাব্য জল্লাদ হিসেবে বেছে নেওয়া হয়েছে পবন নামে এক ব্যক্তিকে। এখন পর্যন্ত অবশ্য কারো ফাঁসি কার্যকর করেননি তিনি। তবে একবারেই চারজনকে ফাঁসি দিয়ে জল্লাদ হিসেবে ঠাকুরদার রেকর্ড ভাঙতে চান পবন।
ভারতের মেরঠের বাসিন্দা পবনের আগে তিন পুরুষ পেশাদার জল্লাদ। তার বাবা দু’জনকে এবং ঠাকুরদা তিনজনকে ফাঁসি দিয়েছেন। প্রপিতামহ লক্ষ্মণরাম পরিবারে প্রথম ফাঁসুড়ে ছিলেন। পবনের অভিযোগ, মাত্র তিন হাজার টাকা বেতনে পাঁচ মেয়ে, দুই ছেলেকে কষ্ট করে বড় করেছেন। চার মেয়ের বিয়েও দিয়েছেন।
গত বছরই কেন্দ্রীয় সরকারকে বেতন ২০ হাজার টাকা করার দাবি জানালেও সরকার তাতে কর্ণপাত না করে মাত্র দুই হাজার টাকা বাড়িয়েছে তার বেতন। তবে অর্থের জন্য নয়, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিলে মানসিক শান্তি পাবেন বলেই সে কাজ করতে চান পবন।
আজ মঙ্গলবার আবারো নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমার সিং প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আজই সেই আবেদনের শুনানি ছিল। এ ব্যাপারে নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, দোষীদের আর কিছু করার নেই। তাই মামলাটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বিচার ব্যবস্থায় ভরসা রাখি আর মনে করি ন্যায়বিচার পাব। আশা করছি সুপ্রিম কোর্ট তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন আশা দেবী।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.