Advertisement
বিনোদন ডেস্ক : হার্ষালি মালহোত্রাকে মনে আছে ? কি নামটা মনে পড়ছে না তো? আচ্ছা সহজ করে বলি, বজরঙ্গি ভাইজান ছবির মুন্নিকে নিশ্চয়ই মনে আছে ? সেই মিষ্টি দেখতে মেয়েটা।পাকিস্তান থেকে ভারতে পৌঁছে গিয়েছিল মুন্নি। তারপর তাঁকে মায়ের কাছে নিজের দেশে পৌঁছে দিয়েছিল ভাইজান ওরফে সালমান খান।
সালমন খান তাঁর ছবির জন্য খুঁজে বার করেছিলেন মিষ্টি দেখতে হার্ষালিকে।
সেই সময় হার্ষালির বয়স ছিল মাত্র সাত বছর। তারপর চারচারটে বছর কেটে গিয়েছে হার্ষালির এখন বয়স ১১। কিন্তু একইরকম মিষ্টি রয়েছে হার্ষালি।
না আপাতত কোনও ছবিতে অভিনয় করতে দেখা যাবে না তাঁকে। সে এখন অনেকটাই ছোট। তাই আগে পড়াশুনো শেষ করতে চায় সে।
তবে মুন্নি কিন্তু এখনও নিয়মিত যোগাযোগ রাখে তাঁর ভাইজান সালমান খানের সঙ্গে। ভবিষ্যতে মুন্নি সিনেমাতেই নিজের কেরিয়ার তৈরি করতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।