বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি নায়ক হিসেবে পেয়েছেন শীর্ষ নায়ক শাকিব খানকে। একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ১১টি চলচ্চিত্রে। ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে এই জুটির সর্বশেষ ছবি ‘বীর’। ছবির আগে শাকিব খানকে প্রচারণায় দেখা গেলেও এবারই প্রথম নিজের সিনেমার প্রচারণায় অনুপস্থিত ছিলেন নায়িকা বুবলী। এছাড়াও গত অনেকদিন ধরেই তিনি রয়েছেন আড়ালে। তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। যে কারণে তাকে নিয়ে গুঞ্জন জোরদার হতে শুরু করে।
শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান, এমন গুজবও উড়েছে। তবে কোনোটারই সত্যতা পাওয়া যায়নি।
নায়িকা বুবলী জানিয়েছিলেন, মোটেও বিদেশে যাননি এই সুন্দরী। তিনি রয়েছেন ঢাকার উত্তরায় নিজ বাসভবনেই। আপাতত ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখছেন না এ নায়িকা।
এদিকে গতকাল ছিল লিপইয়ার বা অধিবর্ষ। প্রতি চার বছর পর পর এই দিন আসে। তাই অনেকে দিনটি বিশেষভাবে উদযাপন করেন। উদযাপন করেছেন বুবলীও। গতকাল রাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।
সেখানে ক্যাপশনে লিখেছেন- ‘হ্যালো লিপইয়ার। চার বছর পর ফের দেখা হবে ইনশাআল্লাহ’। এটি নিয়ে বেশ মজা করছেন তার ভক্ত-অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



