Advertisement
স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাঁ কাঁধে চোট পাওয়ায় চার মাস মাঠের বাইরে থাকবেন ইংল্যান্ড দলের তারকা ব্যাটসম্যান অলি পোপ।
সাউদ্যাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন ২২ বছরের এ ক্রিকেটার।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাবেন সারের এ ব্যাটসম্যান। ধারণা করা হচ্ছে, ২০২১ সালের শুরুতে শ্রীলঙ্কা ও ভারত সফরের আগে ফিট হয়ে যাবেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে একই কাঁধে চোট পেয়ে ছিলেন পোপ। অস্ত্রোপচারের পর তখন মৌসুমের সিংহভাগই মিস করে ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।