আন্তর্জাতিক ডেস্ক : টানা চার রাত ও পাঁচ দিনের দীর্ঘ শীর্ষ সম্মেলনের পর অবশেষে করোনাভাইরাস পরবর্তী বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজের একটি চুক্তিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া এ সম্মেলনে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। ২০০০ সালে ফ্রান্সের নিসে শহরে পাঁচদিনের ম্যারাথন বৈঠকের পর এটিই জোট নেতাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী আলোচনা।
এ সম্মেলনে অর্থনীতি পুনরুদ্ধারের খরচ নিয়ে করোনাভাইরাসের আঘাতে বেশি বিপর্যস্ত দেশগুলোর সঙ্গে জোটের ‘মিতব্যয়ী’ সদস্যদের স্পষ্ট বিভক্তি দেখা গেছে। মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে ৩৯০ বিলিয়ন ইউরো দেয়ার বিষয়টি চুক্তিতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।
আগামী ৭ বছরের জন্য প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউরোর বাজেটের পাশাপাশি জোট নেতারা টানা আলোচনার পর করোনাভাইরাস পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে চুক্তির বিষয়ে একমত হন।
সমঝোতা চুক্তি হওয়ার পর এখন পুনরুদ্ধার প্যাকেজের খুঁটিনাটি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরু হবে। চুক্তিটিকে ইউরোপিয়ান পার্লামেন্টের অনুমোদনও পেতে হবে।
জোটের ২৭ দেশের নেতারা একমত হওয়ার পর মঙ্গলবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল টুইটারে ‘চুক্তি’ হয়েছে বলে জানান।
সম্মেলনের আলোচনায় কোভিড-১৯ এ মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদান বাবদ কত দেয়া হবে, তা নিয়ে স্পষ্ট বিভক্তি দেখা গেছে।
ইতালি, স্পেনসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ৫০০ বিলিয়ন ইউরো দেওয়ার একটি প্রস্তাবের বিপক্ষে স্বঘোষিত চার মিতব্যয়ী দেশ ডেনমার্ক, সুইডেন, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসের পাশাপাশি ফিনল্যান্ডের নেতারাও দৃঢ় অবস্থান নিলে এ বিভক্তি সৃষ্টি হয়।
মিতব্যয়ী অংশের নেতৃত্ব দেয়া নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদান সর্বোচ্চ ৩৭৫ বিলিয়ন ইউরোর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন।
অন্যদিকে স্পেন, ইতালিসহ অন্য দেশগুলোর নেতারা অনুদানের পরিমাণ কোনোভাবেই ৪০০ বিলিয়ন ইউরোর নিচে দেখতে চাননি।
দরকষাকষি শেষে সব দেশ জোটের ক্ষতিগ্রস্ত সদস্যদের অনুদান হিসেবে ৩৯০ বিলিয়ন ইউরো দিতে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইউরোপিয়ান কমিশন তহবিলের অর্থ বরাদ্দের দায়িত্বে থাকবে।
চুক্তিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। করোনাভাইরাস পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের চুক্তি নিয়ে ইইউ নেতাদের একমত হওয়ার দিনকে ‘ইউরোপের জন্য ঐতিহাসিক দিন’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মাইকেল বলেছেন, এ চুক্তির মাধ্যমে জোট তাদের সম্মিলিত দায়িত্ব ও সার্বজনীন ভবিষ্যতের উপর আস্থার প্রমাণ দিয়েছে।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।