স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বাঙালির হৃদয়ের স্পন্দন, প্রাণের খেলা। এটা প্রমাণিত সত্য। এবার এই সত্যকে আরও দৃঢ় করলেন কুমিল্লার খুরশিদ আলম। ব্যাট বলের খেলার প্রতি অকুণ্ঠ ভালোবাসা থাকায় বাংলাদেশের দুটি ম্যাচ দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করেছেন ৫০ ছোঁয়া খুরশিদ।
দুই নম্বর গ্রুপে নিজেদের শেষ দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত এবং পাকিস্তান। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত দুটি ম্যাচই দেখেছেন খুরশিদ। এজন্য গত ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে অ্যাডিলেড পৌঁছান তিনি। টিকিট কেনা, হোটেল এবং থাকা খাওয়া বাবদ চার লাখ টাকার মতো খরচ হয়েছে খুরশিদের।
কিন্তু এশিয়ান জায়ান্টদের কাছে সে দুটি ম্যাচেই সমান ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। যেটা বাকি সমর্থকদের মতো ভীষণ কষ্ট দিয়েছে খুরশিদকেও। তবুও আক্ষেপ নেই কুমিল্লার এই প্রবাসীর মনে।
গণমাধ্যমকে খুরশিদ বলেন, ‘ক্রিকেটের টানে ব্যবসা বাণিজ্য ফেলে অস্ট্রেলিয়ায় এসেছি ম্যাচ দেখবো বলে। ১ নভেম্বর এখানে এসেছি। থাকবো ৮ তারিখ পর্যন্ত। বলতে পারেন মন চেয়েছে তাই অর্থ কড়ি দিকে না তাকিয়ে চলে এসেছি।’
খুরশিদ আরও বলেন, ‘টিকিট কাটতে প্রায় ২ হাজার ডলার খরচ হয়েছে আমার। এরসঙ্গে হোটেলে থাকা-খাওয়া দাওয়া তো আছে। সব মিলিয়ে বলতে পারেন ৪ লাখ টাকা গেল এক সপ্তাহে।’
আর্জেন্টাইন সাপোর্টার সাফাকে ‘ধুয়ে’ দিলেন ব্রাজিল সমর্থক সিয়াম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।