Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের কাছে চার শতাধিক ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকেলে, এই চিঠি পাঠিয়ে ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়। এর আগে অর্ধশতাধিক ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক।
কমিশন বলছে, দুর্নীতির বিরুদ্ধে চলমান তদন্তের ধারাবাহিকতায় এই চিঠি দেয়া হয়েছে। এদিকে, দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।