বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ই-কারের চাহিদা বেড়েই চলেছে। কেননা, এগুলো যেমন পরিবেশবান্ধব তেমনি খরচও কম। এজন্য পৃথিবীর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ই-কারের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় বৈদ্যুতিক গাড়ির তালিকায় যুক্ত হলো নতুন এসইউভি লি মেগা। গাড়িটি ১৫ মিনিটে ফুল চার্জ হবে। একবার ১০০ শতাংশ চার্জ হলে গাড়িটি ৮০০ কিলোমিটার দৌড়াবে।
এমনটাই দাবি করেছে এই সংস্থাটি। এজন্য কোম্পানি ৫০০ ওয়াট শক্তি সম্পন্ন চার্জিং স্টেশন গড়ে তুলবে এই গাড়ির জন্য।
এই গাড়ির আরো একটি বিশেষ ফিচার্স হলো সেলফ-ড্রাইভিং ফিচার্স। অর্থাৎ চালক ছাড়াই রাস্তা পথ নেভিগেট করে গাড়ি চালাতে পারে এতে থাকা প্রযুক্তি। গাড়িটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে মোড়া।
বর্তমানে বিশ্বে এত পরিমাণ রেঞ্জ দিতে পারে এমন গাড়ির সংখ্যা খুবই কম। বর্তমানে অধিকাংশ ইলেকট্রিক গাড়ি সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তবে এক্ষেত্রে বিশেষ নজির গড়তে চলেছে এই ইলেকট্রিক গাড়ি। গাড়িটির দাম আন্তর্জাতিক বাজারে থাকছে ৭০ হাজার ১৬০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা।
সূত্র: নিউজবিজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।