জুমবাংলা ডেস্ক : বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মিলারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সারা দেশের অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দের সাথে বাজারে চালের সরবরাহ ও বাজারদর নিয়ে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য সচিব এ নির্দেশনা দেন।
সম্প্রতি বাজারে বিভিন্ন প্রকারের চালের দাম দুই দফায় কেজিপ্রতি ৫ টাকারও বেশি বেড়েছে। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদাররা একে অন্যের ওপর সরবরাহ সংকট তৈরির বিষয়ে অভিযোগ তোলেন। এ প্রেক্ষাপটেই সভাটি ডাকা হয়।
সভায় খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মিল মালিকরা কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে— ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য সচিব বলেন, “আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা, খাদ্য বিভাগের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।”
খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়।
সভায় মিল মালিকরা চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে: ট্রাম্পকে কমলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।