স্পোর্টস ডেস্ক : শুধু ঘূর্ণিবলে প্রতিপক্ষকে ঘায়েল করা নয়; মজা আর দুষ্টুমি করে সবাইকে মাতিয়ে রাখতে জুড়ি নেই যুজবেন্দ্র চাহালের। শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন চাহাল, যাতে তাকে সতীর্থদের সঙ্গে নাচতে দেখা গেছে। রবিবার সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ৫-০ জেতার পর মাঠেই সেই ভাবে ফের নাচতে দেখা গেল ভারতের লেগস্পিনারকে। সঙ্গে ছিলেন শ্রেয়াস আইয়ার। তাদের নাচের ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল।
ক্রিকেটবিশ্বের প্রথম দল হিসেবে কোনো টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ভারত। শেষ তিনটি ম্যাচেই জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। অবিশ্বাস্য ব্যর্থতায় তারা হেরেছে। এই জয়ের বিশেষ কৃতিত্ব এই যে, প্রবল চাপেও ভারতীয় ক্রিকেটাররা হাল ছাড়েননি। বরং লড়াই চালিয়ে গেছে। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি টাই হওয়ার পর সুপার ওভারে জয় এসেছিল। রবিবার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও সুবিধাজনক জায়গায় ছিল নিউজিল্যান্ড। কিন্তু ভারতীয় বোলাররা জয় ছিনিয়ে আনেন।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রথম ম্যাচ হ্যামিল্টনে। সেখানেও ভারতীয় দলকে এমনই মেজাজে দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার চাহাল-শ্রেয়াসের নাচে অবশ্য আগের দিনের ভিডিওর মতো রহস্যের কোনো গন্ধ নেই। শনিবারের ভিডিওতে এই দুই জনের সঙ্গে ছিলেন শিবম দুবে ও আর একজন। সেই রহস্যময় ব্যক্তির পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছিল তর্ক-বিতর্ক। টুপি পরা সেই ব্যক্তিকে অনেকের মনে হয়েছিল রোহিত শর্মা। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।