জুমবাংলা ডেস্ক : চা-শ্রমিকদের কষ্টের কথা শুনে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের চা-শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে কেঁদে ফেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা-শ্রমিক সোনামনি ও রীতা পানিকাসহ অন্যান্য শ্রমিকরাও।
গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে জেলার ৯২টি চা বাগানের শ্রমিকরা জড়ো হন। শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান রীতা পানিকা। মজুরি বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রীতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কথা সবসময় ভেবে এসেছি, সামনেও ভেবে যাব। দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনার বাবা শেখ মুজিবুর রহমান। আমরা সেই স্বাধীনতা নিয়ে বেঁচে আছি। আমাদের একটাই চাওয়া, আপনার বাবার মতো আপনিও কোনোদিন সরে যাবেন না আমাদের কাছ থেকে। আমাদের কাছে চিরজীবী থাকবেন আপনি।
রীতা আরও বলেন, আমরা চা শ্রমিকরা যে কষ্টে আছি, সেটা দেখেছেন আপনি। সেজন্য ধন্যবাদ আপনাকে। আমাদের কমলগঞ্জ উপজেলায় আপনাকে এক কাপ চায়ের দাওয়াত দিচ্ছি আমরা। আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের।
রীতা পানিকা বলেন, কোনো ভুল-ক্রটি হলে প্রধানমন্ত্রী আপনি আমাদের ক্ষমা করে দেবেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। আঁচলে চোখ মুছে বলেন, আপনারা কেন ক্ষমা চাইবেন। আপনারা যেটা করেছেন বাঁচার তাগিদেই করেছেন। সেটা বুঝি আমি। এ জন্যই আগে বাগান মালিকদের সঙ্গে বসেছি, এখন আপনাদের সঙ্গে কথা বললাম।
প্রধানমন্ত্রীর অশ্রুসিক্ত চোখ দেখে চা-শ্রমিকরা কেঁদে ফেলেন।
এ সময় আরেক চা-শ্রমিক সোনামনি বলেন, প্রধানমন্ত্রী আপনার ওপর আমরা খুশি আছি। আগে যেখানে ১২০ টাকা পেতাম, এখন পাই ১৭০ টাকা। আমাদের আর কোনো অভাব থাকবে না। আপনি আমাদের সুবিধা করে দিয়েছেন, যাতে পেট ভরে খেতে পারি আমরা।
এর আগে, দৈনিক মজুরি বাড়াতে চা শ্রমিকদের প্রায় ২০ দিনের কর্মবিরতিতে দেশের চা শিল্প গভীর সংকট দেখা দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ আগস্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ ঘোষণার পরেরদিন কর্মে ফেরেন চা শ্রমিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।