আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিশাখাপত্তনমে দলিত সম্প্রদায়ের এক চিকিৎসককে রাস্তায় ফেলে মারধর করেছে পুলিশ। সেই ভিডি্ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হ্ওয়ার পর ব্যাপক আলোড়ন তুলেছে।
শনিবার পুলিশের হাতে নরসিপটনমের সরকারি হাসপাতালের অ্যানেস্থেসিস্ট কে সুধাকরের হেনস্থা হওয়ার ভিডি্ও ভাইরাল হয়।
ভিডি্ওতে দেখা গেছে, খালি গায়ে মাথা ন্যাড়া করা চিকিৎসককে প্রধান সড়কের উপর হাত বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। এক সময় তিনি পড়ে গেলে রাস্তার উপর দিয়ে চিকিৎসককে ছেঁচড়ে নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, সরকারের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে পিপিই কিট সরবরাহ না করার অভিযোগ জানালে শৃঙখলাভঙ্গের দায়ে গত এপ্রিল মাসে সুধাকরকে সাসপেন্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভিড্ওিতে স্পষ্ট দেখা গেছে, সুধাকরের হাত পিছমোড়া করে বেঁধে এক পুলিশ কনস্টেবল বেধড়ক মারধর করছেন। তার পর তাঁকে জোর করে অটোরিকশায় চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানিয়েছে বিরোধী তেলেগু দেশম পার্টি, সিপিআই ও অন্যান্য রাজনৈতিক দলগুলি।
পুলিশ কমিশনার আর কে মীনা জানান, চিকিৎককে মারধর করার অভিযোগে সংশ্লিষ্ট কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, সুধাকর মদ্যপ অবস্থায় ছিলেন এবং পুলিশকর্মীর সহ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করেন। ওই কনস্টেবলের হাত থেকে তিনি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



