চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য গেল (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের।
এবার জানা গেল ইনজুরির সমস্যা কাটিয়ে উঠতে দেশের বাইরে যেতে পারেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে বলেছেন, ‘পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলেতো ভালো। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।’
এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।
সম্প্রতি বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে তাসকিনের। বেশিরভাগ ম্যাচেই ব্যথা নিয়ে খেলতে হচ্ছে তাকে। সমস্যা বাড়তে থাকায় বিকল্প ভাবতে শুরু করেছে বিসিবির মেডিকেল বিভাগ।দেবাশীষ জানালেন তাসকিনের গোড়ালির এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি মিলবে না।
তিনি বলছিলেন, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’
তাসকিনের কাঁধের উদাহরণ টেনে পরে দেবাশীষ বলছিলেন, ‘ওর শোল্ডারে তো সমস্যা আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন করতে। আমরা তো অপারেশন করাইনি, রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি। ম্যানেজ করতে হচ্ছে আর কি।’
গোড়ালির ইনজুরি নিয়ে দেবাশীষ আরও বললেন, ‘এখন এই গোড়ালির অপারেশন করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে, আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।