বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে তাঁকে আপাতত বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “ম্যাডাম রেসপন্স করছেন, চিকিৎসা নিচ্ছেন। কিন্তু বিদেশে নেওয়ার মতো কোনো সিদ্ধান্ত এখন নেই।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় অল্প উন্নতি দেখা গেলেও তা এখনও সন্তোষজনক নয়। বয়সজনিত কারণে তাঁর শরীর চিকিৎসা সহ্য করতে সময় নিচ্ছে। ডা. জাহিদ বলেন, “এই বয়সে যেকোনো চিকিৎসাই উচ্চঝুঁকির। এবার চেস্ট ইনফেকশনটাই তাঁকে সবচেয়ে বেশি ভুগিয়েছে।”
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি-বিদেশি চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন, সে চিকিৎসাই তাকে দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতির দিকে আছে। মেডিকেল সায়েন্সের ভাষায় তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। চিকিৎসা নিয়ে তিনি সাড়া দিচ্ছেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সব সদস্যরা সুচিকিৎসা নিশ্চিত করতে সজাগ থেকে দায়িত্বশীলতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন। এ মেডিকেল বোর্ডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এছাড়া তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান চিকিৎসার সমন্বয় করছেন। সব রাজনৈতিক দলের নেতারা তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন।
এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দুই ডজন দেশি-বিদেশি চিকিৎসক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারক করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



